প্রেম-বিয়ে-বিচ্ছেদ নিয়ে বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। এবার সেই তৃণমূল সাংসদকে প্রেমের পাঠ দিলেন ভারতের রাজনৈতিক মদন মিত্র। ‘ইশক উইথ নুসরাত ভালোবাসা বোল্ড’ নামে একটি অনুষ্ঠান সঞ্চালনা করছেন নুসরাত জাহান। এতে অতিথি হিসেবে উপস্থিত হয়ে নুসরাতকে প্রেমের পাঠ দেন মদন।
বুধবার (১ ডিসেম্বর) ইশক এফএম-এর ইউটিউব চ্যানেলে প্রচার হবে নুসরাত ও মদনের এপিসোডটি। তার আগে মুক্তি পেয়েছে এই পর্বের একঝলক। এতে নুসরাতকে উদ্দেশ্য করে মদন মিত্র বলেন—‘কোনটা তুমি ভালোবাসবে আর যাকে চাইছো, সে কোনটা ভালোবাসবে। এই দু’টো যতক্ষণ না বুঝতে পারবে তুমি ভালোবাসতে পারবে না।’
নুসরাত জাহান সঞ্চালিত এ অনুষ্ঠানের একটি পর্ব প্রচার হয়েছে। সেই এপিসোডে অতিথি হয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেন ঋতাভরী চক্রবর্তী। এ অভিনেত্রী জানান, অন্যের বাসার রান্না ঘরে যৌন মিলন করেছিলেন তিনি।
গত ২৬ আগস্ট পুত্র সন্তানের মা হয়েছেন নুসরাত জাহান। দীপাবলীর দিন ছেলের প্রথম ছবি প্রকাশ্যে আনেন এই অভিনেত্রী। নানা বিতর্ক এক পাশে রেখে কাজে ফিরেছেন এই অভিনেত্রী। আপাতত কাজ আর সংসার নিয়ে ব্যস্ত তিনি।