গাজীপুরের শ্রীপুরে হাবিবুল বাশার (৩৫) নামের এক ওষুধ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৫ ডিসেম্বর) সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের পন্ডিতের ভিটা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার ইমাম হোসেন।
হাবিবুল বাশার গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামের মো. খায়রুল প্রধানের ছেলে। তিনি কাওরাইদ বাজারে ওষুধের ব্যবসা করতেন।
নিহতের বাবা খায়রুল জানান, শনিবার (৪ ডিসেম্বর) সকালে হাবিবুল বাড়ি থেকে দোকানে উদ্দেশ্যে বের হয়। রাতে সে বাড়িতে না ফেরায় তিনি দোকানে এসে দোকান খোলা অবস্থায় দেখতে পান। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়। পরে রোববার (৫ ডিসেম্বর) সকালে স্থানীয়দের মাধ্যমে পন্ডিতের ভিটা এলাকায় ঝুলন্ত মরদেহ উদ্ধারের খবর পেয়ে তা হাবিবুলের বলে শনাক্ত করেন।
ওসি জানান, দুপুরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।