ক্যাম্পাস

চলছে কুবি শিক্ষক সমিতি নির্বাচনের ভোট গ্রহণ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২২ এর ভোট গ্রহণ চলছে। 

নির্ধারিত তারিখ অনুযায়ী আজ সোমবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের শিক্ষক লাউঞ্জে এ ভোট গ্রহণ শুরু হয়। চলবে বেলা ২টা পর্যন্ত।

নির্বাচনে আওয়ামীপন্থী বঙ্গবন্ধু পরিষদ থেকে পাল্টাপাল্টি প্যানেল ঘোষণা করা হয়৷ 

বঙ্গবন্ধু পরিষদের নন্দী জুলহাস অংশ থেকে সভাপতি পদে নির্বাচন করছেন পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী, সাধারণ সম্পাদক পদে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোকাদ্দেস-উল-ইসলাম এবং মিজান-নাসির অংশ থেকে সভাপতি পদে নির্বাচন করছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক কাজী ওমর সিদ্দিকী, সাধারণ সম্পাদক পদে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মো. এমদাদুল হক পৃথকভাবে পূর্ণ প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

বিএনপি পন্থী সাদা দল থেকে আংশিক প্যানেলে সভাপতি পদে নির্বাচন করছেন লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মাসুদা কামাল, সাধারণ সম্পাদক পদে মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সোলায়মান৷ 

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমান ও নির্বাচন কমিশনার গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. গোলাম মর্তুজা তালুকদার এবং প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মুর্শেদ রায়হান৷ 

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘সুন্দরভাবে ভোটগ্রহণ চলছে৷ভোট গ্রহণ শেষে গণনা করে আমরা ফলাফল ঘোষণা করবো।’