যেসব দেশের জনসংখ্যার বড় অংশে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে সেসব দেশেই করোনার নতুন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়াচ্ছে। শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানিয়েছে, ঠিক কী কারণে ওমিক্রন এভাবে দ্রুত ছড়াচ্ছে তা স্পষ্ট নয়। ভ্যারিয়েন্টটির রোগ প্রতিরোধ ক্ষমতা ভেঙে দেওয়ার সামর্থ্য নাকি উত্তরাধিকার সূত্রে পাওয়া উচ্চ সংক্রমণ ক্ষমতা নাকি উভয়ই দায়ী তা এখনও জানা যায়নি।
বিশ্ব স্বাস্থ্য আরও জানিয়েছে, প্রতি দেড় থেকে তিন দিনে ওমিক্রনে সংক্রমণ দ্বিগুণ হারে বাড়ছে। ইতোমধ্যে ৮৯টি দেশে এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।
গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকা প্রথম ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্তের কথা জানায়। এর দুদিন পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে ‘উদ্বেগজনক ভ্যারিয়েন্ট’ হিসেবে আখ্যা দেয়। এখনও পর্যন্ত এই ভ্যারিয়েন্ট সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। এমনকি ওমিক্রনে সংক্রমণের পর রোগের তীব্রতা বাড়ে কিনা তাও স্পষ্ট হয়নি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ‘ওমিক্রনের ক্লিনিক্যাল তীব্রতা সম্পর্কে এখনও সীমিত তথ্য রয়েছে।’