বিনোদন

প্রতিযোগী অপূর্ব, বিচারক আয়েশা মৌসুমী!

প্রতিযোগী অপূর্ব, বিচারক আয়েশা মৌসুমী!

বিচারকের আসনে বসে আছেন কণ্ঠশিল্পী আয়েশা মৌসুমী। তার সামনে দাঁড়িয়ে কথা বলছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। মূলত গানের একজন প্রতিযোগী হিসেবে বিচারকের সঙ্গে কথা বলছেন তিনি। একটি ছবিতে এমনভাবে ধরা দিয়েছেন দুই ভুবনের এ দুই শিল্পী।

নির্মাতা রুবেল হাসান নির্মাণ করছেন একটি একক নাটক। এতে প্রথমবারের মতো অভিনয় করছেন আয়েশা মৌসুমী। বাস্তব জীবনে গানের মানুষ তিনি, পর্দায়ও একটি রিয়েলিটি শোয়ের বিচারকের ভূমিকায় অভিনয় করেছেন। এ প্রতিযোগিতায় একজন প্রতিযোগীর ভূমিকায় অভিনয় করেছেন অপূর্ব। তবে শেষ পর্যন্ত গায়ক অপূর্ব বিচারক আয়েশা মৌসুমীর মন জয় করতে পেরেছেন কিনা তা জানা যায়নি।

আয়েশা মৌসুমী বলেন, ‘আমি মূলত গানের মানুষ। গান নিয়েই আমার যত স্বপ্ন। এই নাটকের টিমের সঙ্গে আমার খুব ভালো একটা বোঝাপড়া রয়েছে। কারণ তাদের একটি নাটকে ‘দিল ড্যান্স মারে’ শিরোনামে গান করেছিলাম। সেটি বেশ জনপ্রিয়তাও পেয়েছিল। এ কারণে পরিচালক রুবেল হাসান ভাই, অপূর্ব ভাই এবং সাবিলা নূরের সঙ্গে ভালো সখ্য গড়ে ওঠে। এ নাটকেও তারা সবাই কাজ করেছেন। ফলে কাজটি করার প্রস্তাব পেয়েই রাজি হয়ে যাই।’