চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে ইব্রাহীম (২৪) নামে এক বাংলাদেশি মৃত্যুর ৩ দিন অতিবাহিত হওয়ার পরও মরদেহ ফেরত দেয়নি বিএসএফ।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর সীমান্তের বাগিচাপাড়ায় তাকে গুলি করা হয়। পরে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ইব্রাহীম ঢুলিপাড়া এলাকার আবু তাহেরের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মুনিরুল ইসলাম জানান, প্রতিনিয়ত বিজিবির কাছে খোঁজ খবর নিচ্ছি। বিএসএফ কখন পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করবে এ বিষয়ে এখানো তারা কিছু বলতে পারছে না।
ইব্রাহীমের চাচা শরিফুল ইসলাম জানান, বাড়ির কাউকে না জানিয়ে সীমান্তের দিকে যায় ইব্রাহীম। বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন চিন্তিত ছিলো। পরে বিজিবির কাছে খবর আসলো বিএসএফের গুলিতে সে মারা গেছে। তবে মরদেহ এখনো পাইনি, কখন পাবো সেটা নিয়ে দুশ্চিন্তায় আছি।
রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আমির হোসেন মোল্লা জানান, বিএসফের গুলিতে ইব্রাহীম মারা গেছে। চিঠির মাধ্যমে আমাদের নিশ্চিত করেছে তারা। ঘটনার দিন দুপুরে মরদেহ দেয়ার কথা থাকলেও এখনও দেয়নি।
বিলম্ব হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি ভারতের হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে। ফলে মরদেহ পরিবারের নিকট দিতে দেরি হচ্ছে।