সারা বাংলা

বকেয়া বেতনের দাবিতে খুলনায় পাটকল শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতন পরিশোধসহ বিভিন্ন দাবিতে খুলনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পাটকল শ্রমিকরা।

শুক্রবার (৩১ ডিসেম্বর) খালিশপুর কাশিপুর মোড়ে অবস্থান নিয়ে সমাবেশ করেন তারা। খালিশপুর-দৌলতপুর জুটমিল কারখানা কমিটির যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।  

শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে- খালিশপুর ও দৌলতপুর জুটমিলসহ ৫টি জুটমিলের সব শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ, খালিশপুর জুটমিলের শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, নামে ভুল থাকা শ্রমিকদের ন্যায়সঙ্গত পাওনা সঠিক হিসাব অনুযায়ী পরিশোধ এবং কারখানা কমিটির সহ-সভাপতি আবু বক্কার সিদ্দিক, কোষাধ্যক্ষ চাঁন মিয়া সর্দার ও ফোরকানের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। 

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের সদস্য সচিব এস এ রশীদ, গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) খুলনা জেলা সভাপতি মো. মোজাম্মেল হক খান, শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য খুলনা জেলা সমন্বয়ক রুহুল আমিন, প্লাটিনাম জুটমিলের সাবেক সিবিএ নেতা মো. খলিলুর রহমান, কারখানা কমিটির সাধারণ সম্পাদক আলমগীর কবির, গণসংহতি আন্দোলন ফুলতলা উপজেলা আহবায়ক মো. অলিয়ার রহমান প্রমুখ।

শ্রমিক নেতারা বলেন, সরকার মহামারি করোনার সময়ে ২৫টি রাষ্ট্রায়ত্ব পাটকল বন্ধ করে দিয়েছে। এতে প্রায় ৬০ হাজার স্থায়ী-অস্থায়ী-বদলী শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। দীর্ঘ ১৮ মাস ধরে সব পাটকল শ্রমিক প্রাপ্য বেতন থেকে বঞ্চিত রয়েছে। ফলে তারা নিজেদের পরিবার পরিজন নিয়ে মানবেতন জীবন যাপন করছেন।  এমতাবস্থায় দফায় দফায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে শ্রমিক-কৃষকসহ খেটে খাওয়া মানুষের জীবন অচল হয়ে পড়েছে। 

বক্তারা চাকরিহারা ও ক্ষতিগ্রস্ত ৫টি পাটকলের শ্রমিকদের উৎপাদনশীলতা মজুরী কমিশন ২০১৫ অনুযায়ী প্রাপ্য বেতন, বকেয়া ৬টি বিলসহ অন্য পাওনা দ্রুত পরিশোধের দাবি জানান। তা নাহলে কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দেন শ্রমিক নেতারা।