খেলাধুলা

গেইলের অপেক্ষা আরও বাড়ছে 

ক্যারিবিয়ান সুপারস্টার ক্রিস গেইলের অপেক্ষা আরও বাড়ছে। ঘরের মাঠে দর্শকদের সামনে খেলে বর্ণাঢ্য ক্যারিয়ার শেষ করতে চেয়েছিলেন এই হার্ডহিটার ব্যাটসম্যান, কিন্তু তা সহসাই পূরণ হচ্ছে না।   

চলতি মাসে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে  সিরিজে গেইলকে দলে রাখেনি উইন্ডিজ ক্রিকেট বোর্ড। জ্যামাইকায় ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলার পর বারবাডোজে ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ক্যারিবিয়ানরা। 

দুই দেশের বিপক্ষে সিরিজের কোনো দলে জায়গা হয়নি গেইলের। ক্যারিবিয়ান বিভিন্ন সংবাদমাধ্যম জানাচ্ছে চলতি বছর যে কোনো সময় গেইলের বিদায়ী ম্যাচের আয়োজন করা হতে পারে। 

আগামী ৮, ১১ ও ১৪ জানুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর একমাত্র টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি। সব ম্যাচই জ্যামাইকায়। ২২ জানুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। বারবাডোজে হবে ইংল্যান্ডের বিপক্ষে সবগুলো ম্যাচ। 

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে স্কোয়াড: কাইরন পোলার্ড (অধিনায়ক), শাই হোপ, শামার ব্রুকস, রোস্টন চেইজ, জাস্টিন গ্রিভস, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, গুডাকেশ মোটি, জেডেন সিলস, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড, ওডিন স্মিথ, ডেভন টমাস।

রিজার্ভ: কিসি কার্টি, শেলডন কটরেল।

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি স্কোয়াড: কাইরন পোলার্ড, নিকোলাস পুরান, ফ্যাবিয়ান অ্যালেন (শুধু ইংল্যান্ডের বিপক্ষে), ড্যারেন ব্রাভো (শুধু ইংল্যান্ডের বিপক্ষে), রোস্টন চেইজ, শেলডন কটরেল, ডমিনিক ড্রেকস, শাই হোপ, আকিল হোসেন, জেসন হোল্ডার, ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার্স, রভম্যান পাওয়েল, রোমারও শেফার্ড, ওডিন স্মিথ, হেইডেন ওয়ালশ জুনিয়র।

রিজার্ভ: জেডেন সিলস, আলজারি জোসেফ, ডেভন টমাস।