গত বছরের শেষ দিকে অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন অভিনেতা ভিকি কৌশল। তবে নতুন বছরের শুরুতে আইনি জটিলতায় তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ভিকির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন জয় সিং যাদব নামের এক ব্যক্তি। তিনি ভারতের ইন্দোরের বাসিন্দা। তার অভিযোগ, ভিকির পরবর্তী সিনেমার শুটিংয়ে বেআইনিভাবে তার মোটরবাইকের নম্বর প্লেটটি ব্যবহার করা হয়েছে। এমনকি তার কাছ থেকে কোনো অনুমতিও নেওয়া হয়নি।
ইতোমধ্যে ভিকি ও সারা আলী খানের সিনেমার সেই দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। জয় সিং সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘সিনেমার দৃশ্যে যে গাড়িটি দেখা যাচ্ছে, সেটিতে আমার বাইকের নম্বর প্লেটটি দেখা গেছে। এটা যে বেআইনি সিনেমার নির্মাতারা জানেন কি না তা বলতে পারব না। কিন্তু আমার অনুমতি ছাড়া এভাবে তারা আমার গাড়ির নম্বর প্লেট ব্যবহার করতে পারেন না। থানায় সব জানিয়েছি। বিষয়টা নিয়ে ব্যবস্থা নেওয়া উচিত।’
এ প্রসঙ্গে ইন্দোরের বানগঙ্গা এলাকার সাব-ইন্সপেক্টর রাজেন্দ্র সোনি বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি বেআইনি কি না, তা খতিয়ে দেখা হবে। সেই মতো আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে।’
তবে এই বিষয়ে ভিকি বা সিনেমার নির্মাতাদের পক্ষ থেকে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি।