খেলাধুলা

প্রথম তো অনেক কিছুই

ঐতিহাসিক জয়ে বাংলাদেশের ক্রিকেটে নতুন সূর্যোদয়। যে সূর্যের দেখা আগে কখনো পায়নি বাংলাদেশ। নিউ জিল্যান্ডের মাটিতে তাদেরকেই টেস্টে হারালো বাংলাদেশ। ৮ উইকেটের জয়ে বাংলাদেশ প্রথমবার অনেক অভিজ্ঞতার সঙ্গী হলো। একে একে সব জেনে নেওয়া যাক:

• নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়।

• নিউ জিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজে যে কোনো ফরম্যাটে প্রথম জয়।

• টেস্টের শীর্ষ ৫ দলের বিপক্ষে দেশের বাইরে বাংলাদেশের প্রথম জয়।

• টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম জয়।

• দেশের বাইরে এটি বাংলাদেশের ৫০তম আন্তর্জাতিক ম্যাচ জয়।

• ঘরের মাঠে টানা ১৭ ম্যাচ অপরাজিত থাকার পর প্রথম ম্যাচ হারলো নিউ জিল্যান্ড। সবশেষ ২৩ টেস্টে হার মাত্র একটি।

• এশিয়ার বাইরে প্রথম ইনিংসে পরে ব্যাটিং করে লিড নেওয়ার পর প্রথম কোনো টেস্ট জিতলো বাংলাদেশ।

• লক্ষ্য তাড়া করে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় জয়। এর আগে ২০০৯ সালে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল ৪ উইকেটে এবং কলম্বোতে শততম টেস্ট জিতেছিল ৪ উইকেটেই।