খেলাধুলা

এবার মেয়েসহ সৌরভের পরিবারের ৪ জনের করোনা

ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির পর এবার তার মেয়ে সানা গাঙ্গুলিসহ পরিবারের চার জনের করোনাভাইরাস ধরা পড়েছে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানায়, সানাসহ অন্যদের কোনো উপসর্গ নেই এবং তারা নিজ বাসায় আইসোলেশনে আছেন। তবে সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলি করোনা টেস্টে নেগেটিভ হয়েছেন।

এর আগে গত ২৭ ডিসেম্বরে করোনায় আক্রান্ত হয়ে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হন সৌরভ। চার দিন পর হাসপাতাল ছাড়েন তিনি। ওমিক্রন ভ্যারিয়েন্টে তার নেগেটিভ আসে। তখন পরিবারের প্রত্যেকের টেস্ট রিপোর্টে নেগেটিভ এসেছিল।