বিনোদন

এবার ২২ গজে ঝড় তুলবেন বিরাটের ঘরণী

ব্যাট হাতে ক্রিকেট মাঠে তাণ্ডব চালান ক্রিকেটার বিরাট কোহলি। এবার বল হাতে ২২ গজে ঝড় তুলবেন তার ঘরণী অভিনেত্রী আনুশকা শর্মা।

বেশ কিছুদিন হলো লাইট, ক্যামেরা, অ্যাকশনের জগত থেকে দূরে এই অভিনেত্রী। অবশেষ বিরতি কাটিয়ে ফিরছেন তিনি। ভারতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ঝুলন গোস্বামীর চরিত্রে দেখা যাবে তাকে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘চাকদা এক্সপ্রেস’ নামের এই সিনেমার একটি টিজার প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে এর ঘোষণা দিয়েছেন আনুশকা। ছোট এই ভিডিও ক্লিপেই মিলেছে এক কঠিন লড়াইয়ের ইঙ্গিত। খেলোয়াড়দের কোনো জার্সি ছিল না। সেটি ধার করে মাঠে নামতে হচ্ছে তাদের। কিন্তু নিজেদের পরিচিতি তৈরির স্বপ্ন দেখেছিল ঝুলন বাহিনী। সিনেমাটিতে সেই গল্পই ফুটিয়ে তোলা হয়েছে।

ভিডিওর পাশাপাশি একটি দীর্ঘ ক্যাপশন লিখেছেন আনুশকা। এতে তিনি ভারতীয় নারী ক্রিকেট দলে ঝুলন গোস্বামীর অবদান ও সিনেমা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেছেন।

সিনেমাটির জন্য অনেকদিন থেকেই মাঠে অনুশীলন করছেন আনুশকা শর্মা। তার স্বামী বিরাট কোহলির কাছ থেকেও পরামর্শ নিয়েছেন। ২০২০ সালের শুরুতে কলকাতার ইডেন গার্ডেনে সিনেমা লুক টেস্টও সেরেছিলেন তিনি।

ওটিটি জায়ান্ট নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘চাকদা এক্সপ্রেস’। তবে এটি কবে নাগাদ মুক্তি পাচ্ছে তা জানানো হয়নি।

দেখুন: ‘চাকদা এক্সপ্রেস’ সিনেমার টিজার