উত্তর কোরিয়ার কৌশলগত সামরিক সক্ষমতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন দেশটির শীর্ষনেতা কিম জং উন। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ পর্যবেক্ষণের সময় তিনি এ আহ্বান জানিয়েছেন। বুধবার দেশটির সরকারি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
৫ জানুয়ারি সফলভাবে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর কথা জানায় উত্তর কোরিয়া। এর কয়েক দিনের মাথায় মঙ্গলবার দ্বিতীয় হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর সময় হাজির ছিলেন উন। ২০২০ সালের মার্চের পর এই প্রথম তিনি কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর সময় হাজির ছিলেন।
উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, পরীক্ষা চালানোর সময় কিম জং উন সামরিক বিজ্ঞানীদের ‘দেশের কৌশলগত সামরিক শক্তিকে গুণগত ও পরিমাণ উভয়ক্ষেত্রে দৃঢ়ভাবে গড়ে তোলার প্রচেষ্টাকে আরও ত্বরান্বিত করতে এবং সেনাবাহিনীকে আরও আধুনিকীকরণের আহ্বান জানান।’
যুক্তরাষ্ট্রভিত্তিক কারনেগি এনডোমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের জ্যেষ্ঠ ফেলো অংকিত পান্ডা বলেন, ‘তার (উন) উপস্থিতি এটাই ইঙ্গিত দিচ্ছে যে, এই প্রকল্পের ওপর তার বিশেষ নজর রয়েছে।’
কোরিয়া রিস্ক গ্রুপের প্রধান নির্বাহি চাদ ও ক্যারল বলেন, ‘এর মানে কিম বড় নতুন প্রযুক্তির পরীক্ষার সঙ্গে ব্যক্তিগতভাবে যুক্ত হওয়ার বিষয়ে উদ্বিগ্ন নন। মার্কিন যুক্তরাষ্ট্র একে কীভাবে দেখছে তার পরোয়া তিনি করেন না।’