ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানান, ফ্যাশন স্টাইলের কারণে কটাক্ষ শুনতে হয়েছে তাকে।
মাঝে সিনেমা থেকে বিরতি নিয়েছিলেন শ্রুতি। সেই সময় ভিন্ন কিছু করতে চেয়েছিলেন। গোথিক ফ্যাশনের দিকে ঝুঁকেছিলেন। কিন্তু অনেকেই সেটিকে ঠিকমতো নিতে পারেননি।
এই অভিনেত্রীর ভাষায়, ‘সিনেমা থেকে বিরতি নেওয়ার পর লন্ডনে থেকে গান ও গল্প লেখায় মনোযোগ দিয়েছিলাম। আবারো সেটিই করতে চাই। কিন্তু কিছু মানুষ সেটি বুঝতে পারেনি। বলতো, আমাকে রক্তচোষা, পেতনির মতো লাগছে।’
তবে এতে মোটেও ভেঙে পড়েননি শ্রুতি। এই অভিনেত্রী বলেন, ‘আমি মনে মনে বলতাম, আপনাদের যা ইচ্ছা বলতে থাকুন। আপনারা আমাকে পেতনি বলতে পারেন কিন্তু এটিই আমার কাছে নান্দনিকতা। এতে আমি শক্তি খুঁজে পাই। এখন বিদ্রূপকারীরা চুপ হয়ে গেছেন।’
শ্রুতিকে সর্বশেষ ‘লাবাম’ সিনেমায় দেখা গেছে। পলিটিক্যাল-থ্রিলার ঘরানার এই সিনেমায় আরো রয়েছেন বিজয় সেতুপাতি, জগপতি বাবু প্রমুখ। এছাড়া প্রভাসের সঙ্গে ‘সালার’ সিনেমায় পর্দায় হাজির হবেন এই অভিনেত্রী। সিনেমাটি পরিচালনা করছেন ‘কেজিএফ’খ্যাত প্রশান্ত নীল।