খেলাধুলা

অস্ট্রেলিয়া ছাড়বেন, বললেন ‘হতাশ’ জোকোভিচ

অস্ট্রেলিয়ায় ভিসা বাতিলের বিরুদ্ধে আইনি লড়াইয়ে হেরে গেলেন নোভাক জোকোভিচ। এক সপ্তাহেরও বেশি সময় ধরে ‘আটক’ থাকা সার্ব টেনিস তারকা বললেন, তিনি অত্যন্ত হতাশ। অস্ট্রেলিয়ার সিদ্ধান্ত মেনে দেশে ফিরে যাবেন বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড়।

টিকা না নেওয়ায় শুক্রবার (১৪ জানুয়ারি) দ্বিতীয়বার জোকোভিচের ভিসা বাতিল হয়। এই সিদ্ধান্ত ঘুরিয়ে দিতে শেষ চেষ্টা করেছিলেন তিনি আরেকবার আপিল করে। কিন্তু রোববার (১৬ জানুয়ারি) ফেডারেল কোর্টের তিন বিচারক সর্বসম্মতিক্রমে সরকারি সিদ্ধান্ত বহাল রাখেন।

সোমবার শুরু হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন। আগের দিন নির্ধারণ হয়ে গেল জোকোভিচের দুর্ভাগ্য। ৯ বারের চ্যাম্পিয়ন বললেন, ‘আমি আদালতের রায়কে সম্মান করি এবং দেশ থেকে আমার চলে যাওয়ার ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করব।’

করোনার টিকা না নেওয়ায় গত ৬ জানুয়ারি মেলবোর্ন বিমানবন্দরে আটকা পড়েন জোকোভিচ। তার ভিসা বাতিল হলে ক্রীড়া বিশ্বে আলোচিত হন তিনি। তবে প্রথম আপিলে সরকারের বিরুদ্ধে আইনি লড়াইয়ে জিতে যান। ভিসা ফিরে পেয়ে বেশ কয়েকদিন অস্ট্রেলিয়ান ওপেনের কোর্টে অনুশীলন করেছিলেন। তাকে রেখে ড্র ঘোষণা করে প্রতিযোগিতার আয়োজকরা।

কিন্তু অভিবাসনমন্ত্রী অ্যালেক্স হক বিশেষ ক্ষমতাবলে ফের তার ভিসা বাতিল করেন। এক কথায়, অস্ট্রেলিয়ান ওপেনকে ছাপিয়ে তার এই পরিণতি ছিল সবচেয়ে বেশি আলোচিত।

জোকোভিচ বললেন, ‘সপ্তাহখানেক ধরে আমার ওপর সবার চোখ থাকায় আমি অস্বস্তিবোধ করছি। আমি আশা করছি এখন সবার নজর থাকবে খেলা ও টুর্নামেন্টে, যা আমি ভালোবাসি।’

সবাইকে শুভকামনা জানিয়ে তিনি বলেন, ‘খেলোয়াড়, টুর্নামেন্টের অফিসিয়াল, স্টাফ, স্বেচ্ছাসেবী ও ভক্ত- সবাইকে টুর্নামেন্টের জন্য শুভকামনা জানাই। সবশেষে আমি আমার পরিবার, বন্ধু, দল, সমর্থক, ভক্ত ও আমার সার্বিয়ানদের ধন্যবাদ জানাতে চাই তাদের অক্লান্ত সমর্থন দিয়ে যাওয়ার জন্য। আপনারা সবাই আমার শক্তির দারুণ উৎস ছিলেন।’