দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা থেকে আরাফাত হোসেন শান্ত (১৫) ও রুহুল আমিন (১৩) নামের দশম ও অষ্টম শ্রেণির দুই মাদরাসা ছাত্রকে ধরে নিয়ে গেছে বিএসএফ। এদিকে ঘটনার পরপরই বিএসএফের কাছে ওই দুই শিক্ষার্থীকে ফেরত চেয়েছে বিজিবি।
রোববার (১৬ জানুয়ারি) দুপুরে হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলার ১০ এস-এর বালুরচড় নামক এলাকা থেকে ওই শিক্ষার্থীকে ধরে নিয়ে যায় বিএসএফ।
বিএসএফের হাতে আটক আরাফাত ও রুহুল আলিহাট গাজী আমেনিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থী। বিজিবির হিলি সিটি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার ইয়াসীন আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
আলিহাট গাজী আমেনিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মোয়াজ্জেম হোসেন বলেন, ‘করোনার টিকা দেওয়ার জন্য আজ (রোববার) আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের হিলি স্থলবন্দরে টিকা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। টিকা নেওয়া শেষে ছাত্র-ছাত্রীদের নিজ নিজ বাড়ি ফিরে যাওয়ার জন্য বলা হয়। কিন্তু আরাফাত ও রুহুল হিলি সীমান্তের চেকপোষ্ট গেটের দিকে বেড়াতে যায়। এ সময় সীমান্তের কাছে গেলে বিএসএফ তাদের আটক করে নিয়ে যায়।
এদিকে ওই দুই স্কুল ছাত্রকে ফেরত চেয়ে হিলি বিজিবির পক্ষ থেকে বিএসএফকে অনুরোধ জানানো হয়েছে।