দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা থেকে দুই মাদ্রাসা ছাত্রকে ধরে নিয়ে যাওয়ার ৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ। রোববার (১৬ জানুয়ারি) বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
দুই শিক্ষার্থী হলেন- হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের আনোয়ার হোসেনের ছেলে রুহুল আমিন (১৩) এবং আরমান আলীর ছেলে আরাফাত হোসেন শান্ত (১৫)। তারা দুজনই আলীহাট গাজি আমিনীয়া মাদ্রাসার ছাত্র।
আলিহাট গাজী আমেনিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মোয়াজ্জেম হোসেন জানান, সকালে ছাত্র-ছাত্রীদের করোনার টিকা প্রদানের জন্য হিলি স্থলবন্দরের একটি টিকা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। টিকা দেওয়ার পর তাদের বাড়ি ফিরে যাওয়ার জন্য বলা হয়। কিন্তু আরাফাত ও রুহুল হিলি সীমান্তের চেকপোস্টে বেড়াতে যায়। এসময় ভুলবশত সীমান্তের কাছে গেলে বিএসএফ তাদের ধরে নিয়ে যায়।
বিজিবির হিলি সিপি ক্যাম্পের সুবেদার আলম হোসেন বলেন, ‘দুই ছাত্র ভুল করে ভারতের অংশে ঢুকে পড়লে বিএসএফ তাদের ধরে নিয়ে যায়। পরে শিক্ষার্থীদের পরিবারের কাছে ঘটনাটি জানতে পেরে তাদের ফেরত চেয়ে বিএসএফের কাছে খবর পাঠানো হয়।’
তিনি আরও বলেন, ‘বিএসএফ ওই দুই ছাত্র বাংলাদেশি কি না তার প্রমাণ চায়। এসময় ছাত্রদের জন্মনিবন্ধন দেওয়া হলে বিএসএফ পতাকা বৈঠকের আহ্বান জানায়। এরই প্রেক্ষিতে বিকেলে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বিএসএফ দুই ছাত্রকে ফেরত দিলে তাদের স্থানীয় থানায় হস্তান্তর করা হয়।’
হাকিমপুর থানার ওসি খায়রুল বাশার শামীম বলেন, ‘ছাত্ররা ভুল করে সীমান্তে চলে যায়। সন্ধ্যায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’