৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১৫ হাজার ২২৯ জন চাকরিপ্রার্থী।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকেলে পিএসসির জরুরি সভা শেষে সংস্থাটির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) ফল প্রকাশ করা হয়।
গত বছরের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন প্রায় ৪ লাখ চারকরিপ্রার্থী।
৪৩তম বিসিএসে আবেদন জমা পড়েছিল ৪ লাখ ৩৫ হাজার ১৯০টি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক ফাইনাল পরীক্ষা শেষ না হওয়ায় তিন দফায় ৪৩তম বিসিএসে আবেদনের সময় বাড়িয়েছিল পিএসসি।
এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে।