খেলাধুলা

অ্যাশেজ ব্যর্থতার পর জাইলস ছাঁটাই, পদত্যাগ সিলভারউডের

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-০ ব্যবধানে অ্যাশেজ হারের পর নড়েচড়ে বসেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

দলটির ক্রিকেট পরিচালক পদ থেকে ছাঁটাই করা হয়েছে অ্যাশওয়েল জাইলসকে। একদিন পর আজ দলের প্রধান কোচ ক্রিস সিলভারউড পদত্যাগ করেছেন। জাইলসের জায়গায় অন্তর্বর্তীকালীন দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস। তবে এখনও কোচ নিয়োগ দেয়নি ইসিবি।

ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসন বলেছেন,‘ক্রিস তার সময়ে সর্বোচ্চ সাফল্য পেতে উজাড় করে দিয়েছে। ব্যক্তি ক্রিস অত্যন্ত সৎ। তার সঙ্গে কাজ করে প্রত্যেকে আনন্দে সময় কাটিয়েছে। তার অধীনে ইংল্যান্ড পুরুষ দল র‌্যাংকিংয়ে এক ও দুই নম্বর পজিশন দীর্ঘদিন ধরে রেখেছিল এবং দেশের বাইরে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ জিতেছে। ইংলিশ ক্রিকেটের কঠিন সময়ে খুবই মসৃণভাবে সে দায়িত্ব চালিয়ে গেছে। এজন্য তার প্রতি আমাদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ।’

ইসিবি আরো জানিয়েছে, ‘অন্তর্বর্তীকালীন সময়ে স্ট্রাউস দলটির পরিচালক পদের পাশাপাশি কোচিংয়েও নিযুক্ত হবেন। ইংল্যান্ড ক্রিকেট ধলকে এগিয়ে নিতে শক্তিশালী স্ট্রাকচার দাঁড় করাবে।’

ইংল্যান্ডের এবার অস্ট্রেলিয়াতে ভরাডুবি হয়েছিল। ব্যাটিং, বোলিং কোনো বিভাগেই পারফর্ম করতে পারেনি। অস্ট্রেলিয়া ৪-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে তাদের। বলা হচ্ছে, ইংল্যান্ডের মাঠের পারফরম্যান্সে এতোটা বাজে সময় নিকট অতীতে আসেনি।