ঢাকার ধামরাইয়ে সাবেক রাষ্ট্রদূত সোহরাব হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা বাড়িটি থেকে ৫ ভরি স্বর্ণ ও ৩ লাখ টাকা লুট করে।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার কুশুরা ইউনিয়নের বৈন্যা গ্রামে এ ঘটনা ঘটে।
সোহরাব হোসেন পাকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার ছোট ভাই ঢাকা-২০ আসনের সাংসদ বেনজির আহমদ।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাত ৩টার দিকে সোহরাব হোসেনের বাড়িতে মুখোশধারী ৮-১০ জনের একটি ডাকাত দল হানা দেয়। এ সময় ডাকাতরা বাড়িটির নিচতলায় নিরাপত্তা রক্ষীদের হাত-পা বেঁধে ফেলে। পরে তারা বাড়িটির দোতলায় গিয়ে স্ত্রীসহ সোহরাব হোসেনকে অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় ডাকাতরা ৪টি কক্ষে ঢুকে আলমারি, শোকেস, ওয়ারড্রব খুলে ৫ ভরি স্বর্ণ ও ৩ লাখ টাকা লুট করে। চলে যাওয়ার সময় তারা মোবাইল ফোন ও বাড়িটির সিসি ক্যামেরার হার্ডডিস্কও খুলে নিয়ে যায়।
সোহরাব হোসেন ও তার স্ত্রী রৌশনারা হোসেন বলেন, রাত ৩টার দিকে ডাকাতরা হানা দেয়। এরপর তারা চাপাতি, লোহার রড ও চাকু দেখিয়ে জিম্মি করে ঘরের চাবি নিয়ে নেয়। তারা ৪টি কক্ষের সব লুট করে। ডাকাতরা সিসি ক্যামেরার হার্ডডিস্কও নিয়ে গেছে। পরে ৯৯৯-এ কল দিলে ভোরের দিকে ওসি আমাদের বাড়িতে আসেন।
ধামরাই থানার পুলিশ পরিদর্শক আতিক রহমান বলেন, 'ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিক তদন্ত চলমান রয়েছে। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মারুফ সরদার ঘটনাস্থলই পরিদর্শন করেছেন।’