সারা বাংলা

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উখিয়ার কুতুপালং টিভি টাওয়ারের পাশের ৭ নম্বর ক্যাম্প এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্যাম্পে দায়িত্বরত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক নাইমুল হক নাইম বলেন, অগ্নিকাণ্ডে ৭-৮টি দোকান ও বেশ কিছু ঘর পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে এলেও ঘটনাস্থলে ফায়ার সার্ভিস টিম এখনো কাজ করছে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।