দারুণ ফিল্ডিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে ১৪০ রানে থামিয়েছিল বাংলাদেশ। নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে দ্বিতীয় জয় পেতে লক্ষ্য পেয়েছিল ১৪১ রান। কিন্তু বিবর্ণ ব্যাটিংয়ের মাশুল গুনল তারা শেষ ওভারে ৪ রানে হেরে।
পাকিস্তানের বিপক্ষে ৯ রানে জয়ের পর বাংলাদেশ টানা দ্বিতীয় ম্যাচে সাফল্যের পথে ছিল। নিগার সুলতানা, সালমা খাতুন ও নাহিদা আক্তারের লড়াকু ইনিংস ব্যর্থ হয়। ম্যাচ শেষে অধিনায়ক নিগার বললেন, ‘হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, সমানে সমান। জয়ের খুব কাছে ছিলাম। আমাদের বোলাররা যেভাবে শুরু করেছিল, তা অসাধারণ। আমাদের ব্যাটিং নিয়ে খুব হতাশ।’
দলীয় ৬০ রানে বড় ধাক্কা লাগে বাংলাদেশের ব্যাটিংয়ে। কোনো রান যোগ না করতেই ৩ ব্যাটসম্যান ফিরে যান। তারপর নিগার হাল ধরেছিলেন, কিন্তু বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। আরেকটি ধাক্কা খায় বাংলাদেশ তার উইকেট হারানোর পর। একই ওভারে তিনি ও ফাহিমা খাতুন আউট হন। যৌথভাবে ইনিংস সেরা ২৫ রান করেন নিগার।
ম্যাচ শেষে অধিনায়ক বললেন, ‘আমাদের ভালো জুটির অভাব ছিল এবং আমার উচিত ছিল শেষ পর্যন্ত খেলে যাওয়া। তাহলে আরো ভালো কিছু হতো।’
সামনে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ। শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ের আগে নিজেদের ভুলগুলো শুধরে নেওয়ার প্রতিজ্ঞা নিগারের, ‘আমরা ভুলগুলো নিয়ে কাজ করব। কন্ডিশনেরও সুযোগ নেওয়ার পরিকল্পনা ছিল আমাদের। আমি মেয়েদের বলি, কেবল ঠিক জায়গায় বল ফেল, উইকেট চলে আসবে। ডটও দিতে হবে। আমাদের ঘাটতিগুলো নিয়ে কাজ করব। যদি আমরা বেশি ম্যাচ খেলি তাহলে এই ধরনের পরিস্থিতি আরো ভালোভাবে সামাল দিতে পারব।’