বিনোদন

শ্রুতির প্রেমিক বললেন, সৃষ্টিশীলভাবে আমরা বিবাহিত

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান। বলিউডেও অভিনয় করেছেন তিনি। তার আরেক পরিচয় তিনি তামিল সিনেমার কিংবদন্তি অভিনেতা কমল হাসানের মেয়ে।

সিনেমার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও খবরে থাকেন শ্রুতি। অনেকবারই তার প্রেমের গুঞ্জন উঠেছে। সর্বশেষ মাইকেল করসেল নামে এক ব্রিটিশ যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। গত বছরের শুরুতে তাদের বিচ্ছেদ হয়।

এদিকে দিল্লির ডুডল আর্টিস্টি শান্তনু হাজারিকার সঙ্গে নতুন করে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন শ্রুতি হাসান। শুধু তাই নয়, তারা বিয়েও করবেন। আর এ সম্পর্কের বিষয়টি শ্রুতি হাসান নিজেই স্বীকার করেছেন। তবে এতদিন সম্পর্ক নিয়ে কথা বলেননি শান্তনু।  

সম্প্রতি শ্রুতি হাসানের সঙ্গে প্রেমের সম্পর্কের বিষয়ে মুখ খুলেছেন শান্তনু হাজারিকা। হিন্দুস্তান টাইমসকে শান্তনু বলেন—‘শ্রুতি ও আমি পরস্পরের জন্য অনুপ্রেরণার। সৃষ্টিশীলভাবে আমরা বিবাহিত। আমাদের বন্ধন অনেক দৃঢ়। আমরা দুজনেই সৃষ্টিশীল বিষয়কে পছন্দ করি।’

কিছুদিন আগে গুঞ্জন চাউর হয়েছিল, বিয়ের কাজটিও গোপনে শেষ করেছেন এই যুগল। যদিও বিষয়টি উড়িয়ে দেন শ্রুতি। তবে কবে নাগাদ বিয়ের পিঁড়িতে বসবেন? এমন প্রশ্নের উত্তরে শান্তনু হাজারিকা বলেন—‘বিয়ের জন্য আমাদের আরো অপেক্ষা করতে হবে। দেখুন, এটা ঠিক কীভাবে ঘটে।’

এর আগে ভারতীয় একটি সংবাদমাধ্যমে শ্রুতি হাসান বলেন—‘আজকাল সবাই আমাকে বিয়ের বিষয়ে প্রশ্ন করছেন। আমি আগেও বলেছি, বিয়ে নিয়ে কোনো কিছুই গোপন করব না। বিয়ে করলে তা একদিন ঘোষণা করব।’  

শান্তনু হাজারিকা শ্রুতির ঘনিষ্ঠ বন্ধু বলে দাবি করেছেন। তার ভাষায়—‘শান্তনু হাজারিকা আমার বেস্ট ফ্রেন্ড। সে খুব মেধাবী একজন শিল্পী। আমাদের সংবেদনশীলতা, শিল্প, মিউজিক, সিনেমার মতো অনেক বিষয়ে মিল রয়েছে। আমি তার সঙ্গে সময় কাটাতে পছন্দ করি। আমি তাকে সম্মান করি।’

মাইকেল করসেলের সঙ্গে ব্রেকআপের পর বেশ কিছুদিন আড়ালে ছিলেন শ্রুতি। পরবর্তী সময়ে প্লাস্টিক সার্জারি করে খবরে আসেন তিনি। সেই কথা স্বীকারও করেন এই অভিনেত্রী। জানা যায়, নাকে সার্জারি করিয়েছেন। তবে শ্রুতি জানিয়েছেন, প্লাস্টিক সার্জারি করিয়েছেন তাই বলে তিনি এর প্রচার করছেন না।

বর্তমানে শ্রুতির হাতে ‘সালার’ ও ‘এনবিকে ১০৭’ সিনেমার কাজ রয়েছে। ‘সালার’ সিনেমায় প্রভাসের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হবেন তিনি। প্রশান্ত নীল পরিচালিত এ সিনেমা কন্নড় ও তেলেগু ভাষায় মুক্তি পাবে। অন্যদিকে, অ্যাকশন-ড্রামা ঘরানার ‘এনবিকে ১০৭’ সিনেমায় নান্দামুরি বালাকৃষ্ণার সঙ্গে পর্দায় হাজির হবেন শ্রুতি। এটি পরিচালনা করছেন গোপিচাঁদ।