চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে রিয়া (১৫) নামের এক কিশোরী নিখোঁজ হয়েছে।
মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে উপজেলার চরবাগডাঙ্গায় গোয়ালডুবি এলাকায় এ ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোযাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিখোঁজ রিয়া একই এলাকার জামাল উদ্দিনের মেয়ে।
ওসি মোযাফফর হোসেন জানান, খবর পেয়ে চরবাগডাঙ্গা বিটপুলিশের কর্মকর্তা আশীষ সরকারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
এসআই আশীষ সরকার জানান, রিয়া নামের এক কিশোরী পদ্মায় গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছে। স্থানীয় লোকজন কয়েকটি দলে ভাগ হয়ে নদীতে রিয়াকে খোঁজার চেষ্টা করছে। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়নি বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।