অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে কয়েকদিন পর মুক্তি পাচ্ছে ‘কেজিএফ-চ্যাপটার টু’ বা ‘কেজিএফ টু’। বহুল প্রতীক্ষিত এই সিনেমার প্রচারেও কোনো ত্রুটি রাখছেন না নির্মাতারা।
ইতোমধ্যে সিনেমাটির টিজার, ট্রেইলার দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। গড়েছে রেকর্ড। সম্প্রতি মুম্বাইয়ে ‘কেজিএফ টু’ সিনেমার প্রচার ভক্তদের মনে বাড়তি উন্মাদনা তৈরি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, সমুদ্রের মাঝে বিশাল একটি নৌকায় সিনেমাটির পোস্টার। এতে দেখা যাচ্ছে, অধীরা চরিত্রে সঞ্জয় দত্ত। ভাইকিং লুকে তার হাতে বন্দুক। সঙ্গীদের নিয়ে লড়াইয়ের অপেক্ষায় তিনি।
মাইক্রোব্লগিং সাইট টুইটারে নৌকায় বিশাল পোস্টারের ছবিটি প্রকাশ করে একজন লিখেছেন, ‘যখন সূর্য ডুববে, আধীরা জেগে উঠবে।’ অপর একজন লিখেছেন, ‘সমুদ্রে সিনেমার প্রচার, এমনটা আশা করিনি। একটু ভিন্ন, অসাধারণ।’ অন্য একজন লিখেছেন, ‘স্থলে, সমুদ্রে সব জায়গায় কেজিএফ সিনেমার উন্মাদনা।’
‘কেজিএফ-চ্যাপটার ওয়ান’ সিনেমার সিক্যুয়েল ‘কেজিএফ-চ্যাপটার টু’। প্রথম সিনেমাটি মুক্তি পায় ২০১৮ সালে। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন— যশ, সঞ্জয় দত্ত, শ্রীনিধি শেঠি, অচ্যুত কুমার, নাসের, অনন্ত নাগ, রাভিনা ট্যান্ডন প্রমুখ। সিনেমাটি গত বছর অক্টোবরে মুক্তির কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে শুটিং অসম্পূর্ণ থাকায় তা সম্ভব হয়নি। এরপর একাধিকবার মুক্তির তারিখ পেছানো হয়। পরে নির্মাতারা ১৪ এপ্রিল মুক্তির তারিখ নির্ধারণ করেন।