খেলাধুলা

‘শতভাগ রোমানিস্তা’- শিরোপা জিতে মরিনহো

প্রথম ইউরোপা কনফারেন্স লিগ শিরোপা জিতিয়ে রোমায় আরও সময় কাটানোর ইচ্ছা প্রকাশ করলেন কোচ হোসে মরিনহো। সিরি আ দলকে ৬১ বছর পর প্রথম ইউরোপিয়ান কাপ জিতিয়ে পর্তুগিজ নিজেকে ‘শতভাগ রোমনিস্তা’ মনে করছেন।

বুধবার নিকোলা জানিওলোর একমাত্র গোলে ফেনুর্ডের বিপক্ষে ১-০ তে জিতে কনফারেন্স লিগের চ্যাম্পিয়ন হয়েছে রোমা। এমন সাফল্যে উদ্ভাসিত মরিনহো। সাম্প্রতিক সময়ে বেশ কিছু ক্লাবের কাছ থেকে চাকরির প্রস্তাব পেলেও পরিষ্কার জানিয়ে দিলেন, তিনি থাকছেন রোমায়।

মরিনহো ম্যাচ শেষে বলেছেন, ‘আমরা আজ ইতিহাস তৈরি করলাম, ঠিক এখন আমার মাথায় অনেক বিষয়। আমি যে ক্লাবগুলোর সঙ্গে কাজ করেছিলাম, তাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা। কিন্তু আজ আমি শতভাগ রোমানিস্তা। কারণ এই ভক্তগুলো অসাধারণ। আমি এএস রোমায় থাকছি, কোনো সন্দেহ নেই, এমনকি কোনো প্রস্তাব আসলেও। আমি এখানেই থাকতে চাই।’

এই জয়ে মরিনহো প্রথম কোচ হিসেবে ইউরোপের তিন বড় ক্লাব ট্রফির সবগুলো জিতলেন। এর আগে চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগেও ট্রফি হাতে নেন।

সব মিলিয়ে পাঁচটি ইউরোপিয়ান ফাইনালে ডাগআউটে দাঁড়ালেন মরিনহো। সবগুলো ফাইনালেই শেষ হাসি হেসেছেন তিনি। এই মৌসুমে রোমার দায়িত্ব নিয়ে ক্লাবকে সিরি আ টেবিলের ষষ্ঠ স্থানে তুলেছেন তিনি, এবং ২০০৮ সালের কোপা ইতালিয়ার পর প্রথম কোনো শিরোপা জিতলো তারা।