সারা বাংলা

সীতাকুণ্ডে কাজ করেছে সেনা সদস্যরা

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে কাজ করেছে সেনাবাহিনীর বিশেষজ্ঞ একটি দল।

রোববার (৫ জুন) ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার এতথ্য জানিয়েছেন।

শাহজাহান সিকদার জানান, ঘটনাস্থলে পৌঁছেই সেনাবাহিনীর সদস্যরা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন শুরু করেছে। এ দলটিতে ৩০০ সদস্য রয়েছেন। তারা কেমিক্যাল পরীক্ষাসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নিচ্ছেন।

এর আগে সকালে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয় সেনাবাহিনীর এ দলটি।

শনিবার (৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। এরপর ভয়াবহ বিস্ফোরণে ঘটনাস্থলের চার কিলোমিটার এলাকা ভূমিকম্পের মতো কেঁপে উঠে। এতে আশপাশের এলাকার বাড়িঘর ও মসজিদ-মাদ্রাসার জানালার কাঁচ ভেঙে পড়ে। আগুনে দেড়শতাধিক আহত হন। এছাড়া, আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের কমপক্ষে ২১ জন কর্মী। এক পুলিশ কনস্টেবলের পা বিচ্ছিন্নসহ অন্তত নয় পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।