চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা তদন্তের অংশ হিসেবে ১৮টি সিসিটিভি ক্যামেরা ও ৭টি ডিভিআর মেশিন জব্দ করেছে সিআইডি।
শনিবার (১১ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত বিএম ডিপোতে অভিযান চালিয়ে এসব সরঞ্জাম জব্দ করা হয়।
সিআইডি’র ইন্সপেক্টর মোহাম্মদ শরীফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের বিষয়টি সার্বিক তদন্তের জন্য ডিপোর আইটি কক্ষ থেকে সিসিটিভি ক্যামেরা ও ডিভিআর মেশিন জব্দ করা হয়েছে। তবে এগুলো পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।’
তিনি আরো বলেন, ‘জব্দ করা সরঞ্জাম থেকে কোনো ভিডিও ফুটেজ উদ্ধার করা যাবে কি না তা এখনো নিশ্চিত নয়। তবু এগুলো পরীক্ষা করে দেখা হবে।’