নিউ জিল্যান্ডের লিড আড়াইশর বেশি যেন না হয়, সেই ছক কষেছিল ইংল্যান্ড। শেষ দিন সকালের সেশনের মাঝামাঝি সময়ে সফরকারীদের দ্বিতীয় ইনিংস গুটিয়ে দেয় তারা। কিন্তু লক্ষ্যটা বেশ চ্যালেঞ্জিং। ট্রেন্ট ব্রিজ টেস্টে জিততে বেন স্টোকদের করতে হবে ২৯৯ রান, এটা করতে হবে ৭২ ওভারে।
প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ড্যারিল মিচেল নিউ জিল্যান্ডের ভরসা হয়ে ছিলেন ক্রিজে। তিনি অপরাজিত থেকেছেন। ১৩১ বলে ৪ চার ও ১ ছয়ে ৬২ রানে টিকে ছিলেন তিনি।
৭ উইকেটে ২২৪ রানে দিন শুরু করেছিল নিউ জিল্যান্ড। ৩২ রানে মিচেল ও ৮ রানে ম্যাট হেনরি খেলতে নামেন। দিনের নবম ওভারে এই জুটি ভেঙে যায়। স্টুয়ার্ট ব্রড ফেরান হেনরিকে (১৮)। ইংলিশ পেসার তার পরের ওভারে কাইল জেমিসনকে (১) মাঠছাড়া করেন। তবে মিচেলের সঙ্গে ৩৫ রানের জুটিতে ইংল্যান্ডকে হতাশ করেন বোল্ট। তাকে ১৭ রানে স্টোকসের ক্যাচ বানিয়ে নিউ জিল্যান্ডকে ২৮৪ রানে অলআউট করেন জেমস অ্যান্ডারসন। শেষ জুটিতেই ১২১তম বলে চার মেরে হাফ সেঞ্চুরি করেন মিচেল।
এই ইনিংসে ইংল্যান্ডের সেরা বোলার ব্রড, তিন উইকেট নেন। দুটি করে পান অ্যান্ডারসন ও ম্যাথু পটস।