কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শায়েদুন্নবী চৌধুরী ইভিএম ডিভাইস সম্পর্কে বলেছেন, ইভিএম সবগুলো ঠিকঠাক কাজ করছে এরকম নয়। আমাদের কারিগরি টিম আছে, তারা সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছে। মেজর কোনও অভিযোগ পাইনি। একটু অনভ্যস্ততার কারণে এরকম হতে পারে।
বুধবার (১৫ জুন) রানীরদীঘির পাড় ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
শায়েদুন্নবী চৌধুরী বলেন, সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ আছে। পোলিং এজেন্টদের জিজ্ঞেস করেছি, ওনারাও আমাকে নিশ্চিত করেছেন ভোট সুষ্ঠুভাবে হচ্ছে। সব প্রার্থী কিন্তু এজেন্ট দেননি। কোনও কোনও মেয়র পদপ্রার্থীও এজেন্ট দেননি।
ভোটে ধীরগতির বিষয়ে শায়েদুন্নবী চৌধুরী বলেন, ‘একজন ভোটার তিন পদে ভোট দেন। প্রথম একটু হয়তো চিন্তা করেন, কীভাবে ভোট দেবেন। এজন্য একটু ধীরগতি হতে পারে।’
কিছু ভোটারের অভিযোগ, আঙুলের ছাপ মিলছে না- এ প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা বলেন, অনেক সময় আঙুলের রেখার কারণে এমনটা হয়। এর মধ্যেই আমরা চালিয়ে যাব। প্রিসাইডিং কর্মকর্তারা অবহিত আছেন, তারা ব্যবস্থা নেবেন।