সারা বাংলা

সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু হয়েছে। এদের একজন মোটরসাইকেল আরোহী শিল্পি মণ্ডল (২৫) এবং আরেকজন মানসিক ভারসাম্যহীন নারী।

বুধবার (১৩ জুলাই) সকালে সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। বারআউলিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমির উদ্দিন এ তথ্য জানান।

তিনি বলেন, ঢাকা থেকে একদল বাইকার মোটরসাইকেল নিয়ে কাপ্তাইয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তাদের বহরটি সীতাকুণ্ড জলিল স্টেশন এলাকায় পৌঁছালে একজন মানসিক ভারসাম্যহীন নারী সড়ক থেকে লাফ দিয়ে একটি মোটরসাইকেলের সামনে চলে আসেন। এই সময় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই নারীর। মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী মোমেন ও শিল্পিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে শিল্পি মণ্ডলের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন শিল্পি মণ্ডলের স্বামী মোমেন (৩০)।