এক ম্যাচ হাতে রেখেই ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজ জিতে গেছে বাংলাদেশ। আগামী শনিবার শেষ ম্যাচ তাদের জন্য আনুষ্ঠানিকতা রক্ষার। কারণ এই সিরিজ ওয়ানডে সুপার লিগের অন্তর্ভুক্ত নয়। তাই পয়েন্ট নিয়ে চিন্তাভাবনা নেই। এই সুযোগ কাজে লাগিয়ে বেঞ্চের শক্তি পরীক্ষা করতে চান তামিম ইকবাল। এমনকি প্রয়োজনে এক ম্যাচ মিস করতেও আপত্তি নেই বাঁহাতি ওপেনারের।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯ উইকেটের জয়ের পর তামিম বললেন, ‘আমার কাছে মনে হয় এখন আমাদের সময় এসেছে বেঞ্চের শক্তি দেখার। সাধারণত যখন পয়েন্টসের খেলা হয়, তখন সুযোগ থাকে না। কিন্তু এখন, এরকম একটা সিরিজে যখন আপনি ২-০ তে জিতে যান, তখন যারা খেলেনি বা দীর্ঘদিন ধরে আমরা যাদের নিয়ে ঘুরছি, তাদেরকে সুযোগ দেওয়া উচিত। এটার জন্য যদি আমাকে এক ম্যাচ মিস করতে হয় তবু ঠিক আছে।’
শেষ ম্যাচে বড় পরিবর্তন আনার ইঙ্গিত দিলেন অধিনায়ক, ‘এই জায়গায় যদি আমরা বেঞ্চের শক্তিগুলো না দেখি তাহলে দেখবোটা কখন? কারণ, মূল একাদশের একজন যদি হঠাৎ করে ইনজুর্ড হয়ে যায়, তখন বেঞ্চ থেকে হঠাৎ করে এসে কেউ যদি খেলে, সেটা তার জন্য কষ্টদায়ক। তো পরবর্তী ম্যাচে হয়তো বা এরকম দেখতে পারেন যে অনেকেই যারা খেলেনি তারা হয়তো বা খেলবে।’
তিনি আরও যোগ করেন, ‘বেঞ্চের শক্তি অবশ্যই আমাদের পর্যবেক্ষণ করা উচিত। এই একটা জিনিস আমরা বাংলাদেশ ক্রিকেটে খুব কম করি। অবশ্যই আমরা সব ম্যাচই জিততেই চাই। মাঝেমধ্যে এটা করা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে।’