দ্বিতীয় ওয়ানডে জিতেই তামিম ইকবাল আভাস দেন, শেষ ম্যাচে বেঞ্চের পরীক্ষা হতে যাচ্ছে। এমনকি নিজেও শেষ ম্যাচে বসে থাকতে চান। কিন্তু শনিবার গায়ানায় অনুষ্ঠিত শেষ ম্যাচের একাদশ চূড়ান্ত হওয়ার পর মনে হলো, বেঞ্চ পরীক্ষার ইচ্ছা তামিমের ফাঁকা বুলি ছাড়া আর কিছু নয়। মাত্র একটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ।
তামিমের কথা আর কাজে কেন ফারাক? সেই প্রশ্নের উত্তর দিয়েছেন অধিনায়ক। ম্যাচ শেষে জানালেন, তিনি চেয়েছিলেন বেঞ্চ পরীক্ষা করতে। কিন্তু টিম ম্যানেজমেন্টের পরামর্শে সেটা আর বাস্তবায়ন হয়নি।
তামিম বললেন, ‘এটা (বেঞ্চ পরীক্ষা) অবশ্যই করতে চেয়েছিলাম। কিন্তু ম্যানেজমেন্টের সঙ্গে আমি যখন কথা বলেছি, তখন তারা মনে করেছে আমাদের উচিত পূর্ণ শক্তির দল নিয়ে নামা। আমরা সেটাই করেছি।’
শরিফুল ইসলামের পরিবর্তে স্পিনার তাইজুল ইসলামকে আনা হয় একাদশে। এই একটি পরিবর্তনই। তামিম বললেন, ‘আমাদের একটাই পরিবর্তন করার কথা ছিল। কারণ আমরা জানতাম একই উইকেটে খেলতে যাচ্ছি। তাই একজন পেসারকে কমিয়ে তাইজুল ইসলামকে খেলানো হয়েছে। কিন্তু আমি যে কথা বলেছিলাম, সেটাই অবশ্যই আমার ইচ্ছা ছিল। তবে টিম ম্যানেজমেন্ট যেটা বলেছে, সেটাতেও আমি কনভিন্সড। দল যখন ভালো করছে, তখন শেষটা ভালোভাবে করা উচিত।’