খেলাধুলা

ডট বলের পরিকল্পনা থেকে মোসাদ্দেকের ৫ উইকেট

লিস্ট এ ক্রিকেটে একবার ৫ উইকেট পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। কবে সেটা মোসাদ্দেকেরও মনে নেই। সেই সাফল্য ভুলে গেলেও মোসাদ্দেক স্বীকৃতি ক্রিকেটে দ্বিতীয় ফাইফারের কীর্তি কোনোদিনও ভুলবেন না।

আন্তর্জাতিক ম্যাচ বলেই ভুলবেন না তেমনটি নয়। জিম্বাবুয়ের বিপক্ষে তার ২০ রানে ৫ উইকেটের সাফল্যে বাংলাদেশ ম্যাচ জিতেছে এজন্য স্মৃতিতে অম্লান হয়ে থাকবে হারারের ২২ গজ।

সঙ্গে আরেকটি ব্যাপারে নিজেকে ভাগ্যবান বলছেন মোসাদ্দেক, ‘বোলিংয়ে আমার রান ১৯-ও হতে পারত আবার ২১ রানও হতে পারত। আমি চেষ্টা করেছি ভালোভাবে শেষ করার এবং সেটাই হয়েছে শেষ পর্যন্ত। সাকিব ভাইকে নিয়ে খুব বেশি কিছু বলার নেই। এই ফরম্যাটের জন্য কিংবদন্তি সে। তার যে ইকোনমি ও ৫ উইকেট আছে (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ রানে ৫ উইকেট), সেটা আমারও আছে…সেই জায়গা থেকে আমি বলবো আমি ভাগ্যবান।’

তবে ৫ উইকেট পাবেন তা মোসাদ্দেক কল্পনাও করেননি। নিজের বোলিং পরিকল্পনা নিয়ে ডানহাতি অফ স্পিনার বলেছেন, ‘আমি দারুণ অনুভব করছি। তবে কখনো কল্পনা করিনি ৫ উইকেট পেতে পারি। বোলিং করেছি ডট বলের পরিকল্পনায়। নিজের পরিকল্পনায় স্থির থেকেছি। শুধুমাত্র ভালো জায়গায় বোলিং করতে চেয়েছি। এজন্য সফল হয়েছি।’

আরেক প্রশ্নের জবাবে মোসাদ্দেক যোগ করেন, ‘অধিনায়ক যখন বল দিয়েছিল, আমার মাথায় ঘুরছিল কিভাবে রানটা আটকে রাখতে পারি প্রথম থেকে। আগের দিন দেখেছি এই উইকেটে দুইশ রান হয়েছে। ওই জায়গা থেকে আমরা পরিকল্পনা করেছিলাম ১৬০-১৭০ রানে যদি রাখতে পারি অবশ্যই সেটা আমাদের দলের জন্য ভালো। ওই পরিকল্পনাই ছিল। আর কিছু চেষ্টা করিনি। ৫ উইকেটের জন্য বোলিং করিনি। আমার পরিকল্পনা ছিল ডট বল করার। ভালো জায়গায় বল করেছি বলে ফল পেয়েছি।’

দলে নিয়মিত স্পিনার থাকায় মোসাদ্দেক বোলিং পান কালেভদ্রে। পার্ট টাইম বোলার হিসেবেই তাকে বিবেচনা করা হয়। তবে নিজেকে পার্ট টাইম বোলার হিসেবে ভাবেন না এই অলরাউন্ডার, ‘আমি যখন বোলিং করি তখন কখনো ভাবি না যে আমি পার্ট টাইম বোলার। সব সময় আমি ওই দায়িত্বটাই নেওয়ার চেষ্টা করি আমি মূল বোলার হিসেবে বোলিং করছি।’