সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে অনেক বিচিত্র ঘটনা আমাদের সামনে আসে। প্রায়ই এমন কিছু বিষয় ভাইরাল হয়, যা নেটিজেনদের হাস্যরসের খোরাক হয়। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে। স্ত্রীর রাগ ভাঙাতে অফিসে ছুটির আবেদন করেছেন এক ব্যক্তি।
ঘটনাটি ভারতের উত্তর প্রদেশের কানপুরের। সেখানকার শিক্ষা অফিসের এক কর্মকর্তা সম্প্রতি অফিসে ছুটির জন্য আবেদন করেন। কিন্তু তার ছুটি চাওয়ার কারণ অনেককেই চমকে দিয়েছে। পাশাপাশি ছুটির আবেদন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালও হয়েছে।
জানা গেছে, সামশাদ আহমেদ নামের ওই ব্যক্তি তার ছুটির আবেদনে লিখেছেন—তার স্ত্রী রাগ করে শ্বশুরবাড়ি চলে গেছেন। সঙ্গে তার সন্তানদেরও নিয়েছেন। তাই স্ত্রীকে বুঝিয়ে ফেরত আনার জন্য তাকে শ্বশুরবাড়ি যেতে হবে। এজন্য তার তিন দিনের ছুটি প্রয়োজন।
মজার ব্যাপার হলো— সামশাদ আহমেদের ছুটির বিষয়বস্তু হাস্যরসের খোরাক হলেও বিষয়টি গুরুতরভাবেই নিয়েছেন অফিস কর্তৃপক্ষ। শুধু তাই নয়, তার ছুটিও মঞ্জুর করা হয়েছে।