গ্রিসের কারপাথোস দ্বীপের কাছে একটি নৌকা ডুবে অন্ততপক্ষে ৫০ জন অভিবাসন প্রত্যাশী নিখোঁজ রয়েছেন। বুধবার কোস্টগার্ডের এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
ওই কর্মকর্তা বলেছেন, ‘ভাষ্য অনুযায়ী ২৯ জনকে উদ্ধার করা হয়েছে, নৌকায় ৮০ জন লোক ছিল। সেই হিসেবে ৫০ জনের বেশি নিখোঁজ রয়েছে।’
গ্রিস কর্তৃপক্ষ জানিয়েছে, নৌকাটি তুরস্ক থেকে অভিবাসন প্রত্যাশীদের নিয়ে এসেছিল। নৌকার ধ্বংসাবশেষের সূত্র ধরে অভিবাসন প্রত্যাশীদের খোঁজা হচ্ছে।