নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশে এখন গণতন্ত্র বিদ্যমান। সংসদ কার্যকর আছে। নির্বাহী বিভাগ, বিচার বিভাগ সব কিছু্ই চলামান আছে। দেশে বাক স্বাধীনতা আছে, সবাই কথা বলতে পারেন।’
শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘কোনো রাজনৈতিক দল কর্মসূচী দিয়েছে। কর্মসূচী বাস্তবায়ন হবে কি হবে না, জণগণ মানবে কি মানবে না সেটা জনগনের বিষয়। বাম দলগুলো যে বিষয় নিয়ে আন্দোলন করেছেন দ্রব্য মূল্য বৃদ্ধি, তেলের দাম বৃদ্ধি এটা প্রধানমন্ত্রী সম্বনয় করছেন।’
এর আগে দুপুরে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সমস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এসময় নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান প্রমুখ উপস্থিত ছিলেন।