জাতীয়

চাকরি ফিরে পেতে প্রেসক্লাবে নাজমুলের অবস্থান কর্মসূচি

সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া চাকরিচ্যুত করা হয়েছে এমন অভিযোগে জাতীয় প্রেসক্লাব এলাকায় অবস্থান কর্মসূচি শুরু করেছেন টিপকাণ্ডে চাকরি হারানো পুলিশ কনস্টেবল নাজমুল তারেক।

মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি করছেন নাজমুল তারেক। এ সময় নাজমুলের স্ত্রী, সন্তান ও শ্বাশুড়ি উপস্থিত ছিলেন।

নাজমুল তারেক অভিযোগ করে গণমাধ্যমকর্মীদের বলেন, ওই (টিপকাণ্ড) ঘটনায় একটি তদন্ত কমিটি করা হয়। সেই কমিটি তদন্তে আমার বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ পায়নি। তারপরও আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। এখন এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে চাকরি চলে যাওয়ায় আমি আমার পরিবার পরিজন নিয়ে কীভাবে বেঁচে থাকবো। এ কারণেই আজ অবস্থান নিয়েছি।

উল্লেখ্য, গত এপ্রিল মাসে তেজগাঁও কলেজের প্রভাষক লতা সমাদ্দার অভিযোগ করেছেন কর্মস্থলে হেঁটে যাওয়ার সময় পুলিশের পোশাক পরা একজন ব্যক্তি তাকে বলে ‘টিপ পরছোস কেন’ কটূক্তি করেন। সে সময় তিনি প্রতিবাদ জানালে গায়ের ওপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে দেওয়ার চেষ্টা করেন পুলিশের পোশাক পরা ওই ব্যক্তি। পরে ওই শিক্ষিকা এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পাশাপাশি ঢাকা মহানগর পুলিশ এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে একটি কমিটিও গঠন করে। তারই অংশ হিসেবে তারেককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।