সারা বাংলা

ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ

নারায়ণগঞ্জে গুলিতে নিহত যুবদলকর্মী শাওন হত্যার প্রতিবাদে ঝালকাঠিতে শোক র‌্যালি ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা যুবদল।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় শহরের টিঅ্যান্ডটি সড়ক থেকে জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদারের নেতৃত্বে র‌্যালি শুরু হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার ও যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন তুহিন।

সমাবেশে বক্তারা নারায়ণগঞ্জে নিহত শাওন হত্যাকারীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।