কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রোববার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিতে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য ড. শেখ মকসেদুর রহমানকে আহ্বায়ক ও প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকীকে সদস্যসচিব করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন. এম. রবিউল আওয়াল চৌধুরী, ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোহা. হাবিবুর রহমান এবং বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামান।
তদন্ত কমিটির আহবায়ক ড. শেখ মকসেদুর রহমান বলেন, ‘আমি এখনো চিঠি হাতে পাইনি। চিঠি পেলে কমিটির অন্য সদস্যদের নিয়ে বসে পরিকল্পনা করব ও পরবর্তী পদক্ষেপ নেবো। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বের করার জন্য সঠিক কর্মপন্থা বের করবো আমরা।’