সারা বাংলা

পর্যটকবাহী বাসে আগুন, অল্পের জন্য বাঁচলেন যাত্রীরা

সিলেটের বিমানবন্দর থানা এলাকায় পর্যটকবাহী বিআরটিসির একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বাসটিতে থাকা যাত্রীদের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। 

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সিলেট ক্যাডেট কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। 

এদিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তা নিয়ন্ত্রণে আনে। 

সিলেট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বেলাল হোসেন জানান, বাসের আগুন তাৎক্ষণিক নিয়ন্ত্রণে আনা হয়।

বিআরটিসি বাসের চালকের বরাত দিয়ে তিনি আরও জানান, গাড়িটির দুটি হেড লাইট হঠাৎ বন্ধ হয়ে যায়। তাৎক্ষণিকভাবে বাস থেকে ধোয়া বের হতে দেখেন চালক। এসময় যাত্রীসহ সবাই গাড়ি থেকে নেমে যান। ধারণা করা হচ্ছে, ব্যাটারির শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। 

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মঈনুল জাকির জানান, গত মঙ্গলবার সকালে ঢাকা থেকে একদল পর্যটক বিআরটিসির একটি বাসে সাদা পাথর পর্যটন কেন্দ্রে যান। রাতে ফেরার পথে তারা দুর্ঘটনার শিকার হন। ওই ঘটনায় কেউ হতাহত হননি। 

তিনি আরও জানান, বাসটিতে থাকা যাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।