রাজশাহী থেকে এক যুবকের সঙ্গে প্রেমের টানে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে পালিয়ে নাটোর আসেন এসএসসি পরীক্ষার্থী এক কিশোরী। পরে স্থানীয় এক বন্ধু বিয়ে দেওয়ার কথা বলে তাদের শহরের হাফরাস্তা এলাকার মৃদুল ও মিথিলা দম্পতির বাসায় নিয়ে যায়। এই দম্পতি রনি, রকি ও সোহান নামে তিন যুবককে ডেকে নিয়ে যান। পরে তারা ওই যুবককে আটকে রেখে দলবদ্ধভাবে ওই ছাত্রীকে ধর্ষণ করে ভিডিও ধারণ করে।
পরে ভুক্তভোগী কিশোরী ও তার সঙ্গে থাকা যুবককে নিয়ে রাত ১১টার দিকে ঘটনাটি নাটোর পুলিশকে জানায়। পরে পুলিশ অভিযান চালিয়ে তিন ধর্ষকসহ পাঁচ জনকে আটক করে।
আটককৃতরা হলেন- নাটোর শহরের কানাইখালী মহল্লার আফজাল হোসেনের ছেলে রনি মিয়া, মৃত মোহাম্মদ আলীর ছেলে রকি এবং আব্দুল মজিদের ছেলে সোহান।
এছাড়া ধর্ষণের ঘটনায় সহযোগীতার অভিযোগে মৃদুল হোসেন এবং তার স্ত্রী মিথিলা পারভীনকেও আটক করা হয়েছে।
পুলিশ জানায়, ধর্ষণের ঘটনাটি জানার পরপরই অভিযান শুরু করা হয়।
মঙ্গলবার দিবাগত রাতে সদর উপজেলার তেলকুপি নুরানীপাড়া থেকে তিন ধর্ষককে আটক করা হয়েছে। এছাড়া একই রাতে মিথিলা ও মৃদুলকে শহরের হাফরাস্তা থেকে আটক করা হয়।
নাটোর সদর থানার এসআই জামাল উদ্দীন বলেন, ‘আমরা ধর্ষিতার অভিযোগ পাওয়ার পরপরই অভিযানে নামি। ঘটনার পরপরই শহরের হাফরাস্তা থেকে দুই সহযোগী এবং তেলকুপি নূরানীপাড়া থেকে তিন ধর্ষককে আটক করা হয়।'