বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির বলেছেন, ‘আমরা এই নির্বাচন কমিশন মানি না। তাই নির্বাচন কমিশনের রোডম্যাপ সম্পর্কে আমাদের কোনো বক্তব্য নেই।’
বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও শহরের কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, ‘শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে বিএনপি যাবে না। নির্বাচনকালীন সময়ে একটি তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না হলে সেই নির্বাচন কখনো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না।’
ভারত সফর শেষে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন নিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘ভারত থেকে প্রধানমন্ত্রী কিছুই আনতে পারেননি। তিস্তা ইস্যু, অভিন্ন নদীগুলোর সমস্যা, সীমান্তে হত্যার বিষয়ে কোনো সমাধান তিনি আনতে পারেননি।’
ফখরুল আরও বলেন, ‘আজ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী সুস্পষ্টভাবে কিছু বলতে পারেননি, তিনি আসলে ভারত সফরে গিয়ে কি এনেছেন বাংলাদেশের মানুষের জন্য।’