বাসে কিংবা ট্রেনে— চলতি পথে মোবাইল ছিনতাইয়ের ঘটনা এখন অহরহ ঘটছে। বেশিরভাগ ক্ষেত্রেই চোরকে আর ধরতে পারা যায় না। কিন্তু সম্প্রতি মোবাইল ছিনতাই করতে গিয়ে বিপাকে পড়েন এক চোর। ট্রেনের জানালায় ঝুলিয়ে তাকে ১০ কিলোমিটার পথ নিয়ে গেছেন যাত্রীরা।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ভারতের বিহারের। ট্রেনের জানালা দিয়ে এক যাত্রীর মোবাইল ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টার করছিল সেই চোর। সঙ্গে সঙ্গে তার হাত ধরে ফেলেন যাত্রীরা। এরপর ট্রেন চলতে শুরু করে দেয়। এভাবেই ঝুলে থাকে চোর।
ट्रेन से लटकता रहा चोर, लोगों से करता रहा न छोड़ने की अपील | Unseen India pic.twitter.com/ltZRmgkHzx
— UnSeen India (@USIndia_) September 15, 2022সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা গেছে, চোর জানালায় ঝুলে কাকুতি মিনতি করছে। আর তার হাত ধরে আছেন যাত্রীরা।
জানা যায়, খাগারিয়া নামক স্টেশনে ট্রেন থামতেই দৌড়ে পালিয়ে যায় এই চোর। শেষ পর্যন্ত পুলিশ তাকে ধরতে পেরেছে কিনা তা জানা যায়নি।