কক্সবাজারের টেকনাফে র্যাবের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। র্যাবের দাবি, নিহত ব্যক্তি মাদক কারবারি। টেকনাফের দমদমিয়া এলাকার নাফ নদীর পাড়ে সোমবার (১৯ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।
এদিন দুপুর সাড়ে ১২টায় বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক মো. বিল্লাল উদ্দিন। তবে এখনো নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি বলে জানান তিনি।
সহকারী পরিচালক মো. বিল্লাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারিদের ধরতে ভোরের দিকে টেকনাফের দমদমিয়া এলাকার নাফ নদীর তীরে র্যাবের একটি দল অভিযান চালায়। টের পেয়ে মাদক কারবারিরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালালে একজন আহত হন। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।