সিরিয়ার উপকূলে অভিবাসন প্রত্যাশীদের নৌকা ডুবে মৃতের সংখ্যা বেড়ে ৭১ এ পৌঁছেছে। শুক্রবার লেবাননের যোগাযোগমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।
রয়টার্স জানিয়েছে, চলতি সপ্তাহের প্রথম দিকে লেবানন থেকে যাত্রা করেছিল অভিবাসীদের বহনকারী নৌকাটি। এটি সিরিয়া উপকূলে ডুবে যায়। এ ঘটনায় মৃতের সংখ্যা প্রথমে ৩৪ বলে জানানো হয়েছিল।
সিরিয়ার কর্তৃপক্ষ বৃহস্পতিবার বিকেলে টারতুস উপকূলে মৃতদেহ পায়। সিরিয়ার পরিবহন মন্ত্রণালয় বেঁচে যাওয়াদের উদ্বৃতি দিয়ে জানিয়েছিল, মঙ্গলবার লেবাননের উত্তর মিনিয়েহ অঞ্চল থেকে ১২০ থেকে ১৫০ জন লোক নিয়ে নৌকাটি ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করেছিল।
নৌকাডুবি মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন লেবাননের নাগরিক মোস্তফা মিস্তোর। তিনি স্ত্রী ও তিনটি শিশু সন্তানকে নিয়ে নৌকায় ছিলেন। মোস্তফা ও তার পরিবারের সব সদস্য নৌকাডুবিতে মারা গেছেন।
লেবাননের পরিবহন মন্ত্রী আলি হামিয়ে জানিয়েছেন, বেঁচে যাওয়া ২০ জনকে সিরিয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের বেশিরভাগই সিরিয়ার নাগরিক, যারা শরণার্থী হিসাবে লেবাননে বাস করছিল।