সারা বাংলা

পঞ্চগড়ে নৌকা ডুবে ২৪ মৃত্যু, অনেকে নিখোঁজ

পঞ্চগড়ের বোদা উপজেলায় নৌকা ডুবিতে নারী ও শিশুসহ ২৪ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার করতোয়া নদীর মাড়েয়া আউলিয়া ঘাটে এই দুর্ঘটনা ঘটে।

মৃত্যুর সংখ্যা নিশ্চিত করেছেন বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন কুমার রায়। তিনি রাইজিংবিডিকে জানান, যাত্রীবাহী নৌকাটিতে বহু যাত্রী ছিল। যাদের অনেকে এখনও নিখোঁজ। তবে নির্দিষ্টভাবে কোনো সংখ্যা তিনি বলতে পারেননি।

মৃত্যুর সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে জানিয়েছেন ওসি।