কক্সবাজারের উখিয়া বালুখালীর ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে তাসফিয়া (১১) নামের এক শিশু নিহত হয়েছে।
সোমবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে ক্যাম্পটির ব্লক এইচ/৫২ নম্বরে ঘটনাটি ঘটে। নিহত তাসফিয়া ক্যাম্পের মো. ইয়াসিনের মেয়ে।
মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি মোহাম্মদ আলী জানান, সোমবার রাতে উখিয়ার বালুখালী ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রধারী দুর্বৃত্তরা গুলি চালায়। এসময় ভয়ে এলাকার বাসিন্দারা ছুটাছুটির চেষ্টা করে। সবার মতো ইয়াসিনও পরিবারের সদস্যদের নিয়ে নিরাপদ স্থানে যাওয়ার সময় তার শিশুকন্যা গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
তিনি আরও জানান, নিহত শিশুর লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।