রাজশাহীতে ১৪০ বোতল ফেনসিডিলসহ সাইফুল ইসলাম ওরফে রকি (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (৪ অক্টোবর) দিবাগত রাতে চারঘাট উপজেলার হলিদাগাছি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সাইফুল ইসলামের বাড়ি একই উপজেলার ইউসুফপুর ইউনিয়নের ফুদকিপাড়া গ্রামে।
বুধবার (৫ অক্টোবর) র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাতে ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে থামানোর জন্য সংকেত দেন র্যাব সদস্যরা। এসময় অটোরিকশায় থাকা দুই ব্যক্তির মধ্যে একজন প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যান।
পরবর্তীতে বস্তায় তল্লাশি চালিয়ে ১৪০ বোতল ফেনসিডিলসহ সাইফুল ইসলামকে আটক করা হয়। এ ঘটনায় দুইজনের বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।