খেলাধুলা

‘প্রতিপক্ষে ভারত হলেই এনার্জি লেভেল ৯০ থেকে ১০০ হয়ে যায়’

চলমান নারী এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে পারেনি বাংলাদেশ দল। পরের ম্যাচে মালয়েশিয়াকে উড়িয়ে বাউন্স ব্যাক করেছে নিগার সুলতানা জ্যোতির দল। সামনে এবার ভারত পরীক্ষা। যারা টুর্নামেন্টের শুধু ফেভারিটই নয়, ট্রফির দাবিদার।

এই ম্যাচের আগে রোমাঞ্চিত বাংলার মেয়েরা। যেন নামার জন্য মুখিয়ে আছেন তারা। যেমনটা ওপেনার ব্যাটার মুর্শিদা খাতুনতো বলেই দিলেন, ভারত-পাকিস্তানের বিপক্ষে খেলা হলে তাদের এনার্জি লেভেল ৯০ থেকে একশভাগ হয়ে যায়।

ভারতের বিপক্ষে লড়াইয়ের জন্য নিজেদের শেষবার ঝালিয়ে নেওয়ার পর শুক্রবার (৭ অক্টোবর) মুর্শিদা বলেন, ‘ভারত, পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেললে ৯০ শতাংশ থেকে ১০০ শতাংশে এনার্জি লেভেল চলে আসে।’

আগামীকাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুপুর দেড়টায় মুখোমুখি হবে দুই দল। ভারতের বিপক্ষে কোনো দ্বিপাক্ষিক সিরিজে সহসাই খেলেনি বাংলাদেশের মেয়েরা। সবশেষ সিরিজ খেলেছে ২০১৪ সালে। আইসিসি কিংবা এসিসির ইভেন্টই এখন ভরসা। দুই দলের মুখোমুখি লড়াইয়ে জয়ের পাল্লা ভারী ভারতেরই। ১২টি টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়ে মাত্র দুইটি জিতেছে বাংলার মেয়েরা।

বাংলাদেশের সবচেয়ে বড় অনুপ্রেরণা হতে পারে ২০১৮ এশিয়া কাপের ফাইনাল। ভারতকে হারিয়েই চ্যাপিয়নশিপের মুকুট পায় মেয়েরা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ঘরের মাঠে এবার ট্রফি ধরে রাখার মিশন। এখানেও সবচেয়ে বড় বাধা এই ভারতই।

মুর্শিদা এগিয়ে রাখছেন ভারতকেই। তবে জানালেন তিন বিভাগে ভালো খেলতে পারলে জয় দেবে ধরা, ‘ওদের বোলিংটাও শক্তিশালী। তিন বিভাগেই শক্তিশালী। আমরাও সমান। কারণ, আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর আমাদের ঘরের মাঠে খেলা। আমরা যদি তিনটা বিভাগেই ভালো করতে পারি ভালো কিছু হবে।’

এশিয়া কাপে দলে ফিরেই ৫৬ রানের দারুণ এক ইনিংস খেলেন মুর্শিদা। ভারতের বিপক্ষেও এমন কিছু করতে চান তিনি। ‘ভারতের বিপক্ষে ভালো খেলার চিন্তা আমার সবসময় বেশি থাকে। প্রস্তুতি ভালো থাকে। আমি নিজের রোল অনুযায়ী খেলবো কে বল করছে ওটা দেখবো না। আমি যেটা খেলতে পারি ওটাই চেষ্টা করবো।’